পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিমান পরিচালনায় বাধা দিলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
গত বছরের ২৯ ফেব্রুয়ারি এ আইনের খসড়াটি মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পেয়েছিল।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, নতুন আইনে অপরাধের দণ্ড বাড়িয়ে বিমান পরিচালনায় বাধা দিলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
তিনি জানান, বিমানের নেভিগেশনে হস্তক্ষেপে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
এছাড়া এই আইনের আওতায় এয়ার নেভিগেশন অর্ডার ভাঙলে ৫ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা দিতে হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।