বিপিএলের প্লে-অফ থেকেই থাকছে ডিআরএস

স্পোর্টস ডেস্ক : চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ইস্যু নিয়ে সমালোচনার শেষ ছিল না। সেসময় জানানো হয়েছিল প্নে-অফ থেকেই থাকবে ডিআরএস সিস্টেম। অবশেষে শেষ চারটি ম্যাচের জন্য বিপিএল গভর্নিং কাউন্সিল ব্যবস্থা করেছে ডিআরএসের। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মিরপুর শেরে-ই বাংলায় দেখা গেছে ডিআরএসের বিদেশি টেকনিশিয়ানদেরও।

মূলত এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচের জন্য সবমিলিয়ে চারটি ম্যাচের জন্য বিপুল পরিমাণ অর্থ খরচও করতে হচ্ছে বিসিবিকে। ম্যাচ প্রতি গুনতে হবে প্রায় ১৬ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১৬ লাখ টাকার মতো। ফলে প্লে-অফের চার ম্যাচের জন্য ব্যয় করতে হচ্ছে প্রায় ৬৪ হাজার ডলার, যা বাংলা টাকায় প্রায় ৬৫ লাখ টাকা।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন বলেছেন, ‘এখানে অর্থের কোনো ইস্যু নেই। আমরা যখন ডিআরএস সম্পর্কে জানতে পেরেছি, আমরা সবসময় চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে আইসিসির বাণিজ্যিক প্রধানের সঙ্গে কথা বলেছি। কারণ ডিআরএস কোম্পানির সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তার। আমি অন্যান্য বোর্ডের সঙ্গেও যোগাযোগ করেছি কিন্তু এই মুহূর্তে তারা ব্যস্ত।’

 

পূর্ববর্তী নিবন্ধবর্ষসেরা কোচের দৌড়ে ৩ জন
পরবর্তী নিবন্ধবিএনপির আন্দোলন যতদিন, আওয়ামী লীগের শান্তি সমাবেশ ততদিন: ওবায়দুল কাদের