বিনিয়োগকারীদের জন্য ইনভেস্টরস এওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করেছে এনএলআই সিকিউরিটিজ

নিজস্ব প্রতিবেদক:

বিনিয়োগকারীদের জন্য ইনভেস্টরস এওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর অঙ্গ প্রতিষ্ঠান এনএলআই সিকিউরিটিজ লিমিটেড।

৪ ফেব্রুয়ারী বিকালে কাওরান বাজারস্থ ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এনএলআই সিকিউরিটিজের সভাপতি ব্যারিষ্টার রেদওয়ান হোসেন এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক শাকিল রিজভী, ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারস এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সিইও মোঃ কাজিম উদ্দিন, উপ-ব্যাবস্থাপনা পরিচালক ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন এনএলআই সিকিউরিটিজের সিইও মুহাঃ শাহেদ এমরান।

অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ পরিবারের দু’শতাধিক বিনিয়োগকারী অংশ নেন। সভায় ওয়াইজার গেটস বিনিয়োগ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করে।

পূর্ববর্তী নিবন্ধরমজানে ইফতার পার্টি না করে নিত্যপণ্যের দাম কমান
পরবর্তী নিবন্ধ১২ কর্মকর্তার ভারত সফরে ১২ বিষয়ে আলোচনার সিদ্ধান্ত