বিধানসভায় বিস্ফোরক উদ্ধার, উত্তর প্রদেশে আতঙ্ক

 পপুলার২৪নিউজ ডেস্ক:

কঠোর নিরাপত্তার বলয় এড়িয়ে ভারতের উত্তর প্রদেশের বিধানসভায় বিস্ফোরক পৌঁছে গিয়েছিল৷ গতকাল বৃহস্পতিবার ৬০ গ্রাম বিস্ফোরক পাউডার উদ্ধার করা হয় বিধানসভা থেকে। ঘটনাটির এখনও কোনো কূলকিনারা করতে পারেনি আইনপ্রয়োগকারী সংস্থা।

বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে৷ উদ্ধার হওয়া বিস্ফোরক পরীক্ষার জন্য ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে৷ উদ্ধার হওয়া পাউডারের মধ্যে পিএনটিএন জাতীয় বিস্ফোরক পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে৷

কড়া নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে বিধানসভার মধ্যে কিভাবে উদ্ধার হল বিস্ফোরক? গোটা ঘটনাটি খতিয়ে দেখতে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷

বিধায়কদের নিরাপত্তা ও বিধানসভার মধ্যে বিস্ফোরক নিয়ে উদ্ধারের ঘটনায় বেশ উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ এদিন বৈঠক শেষে যোগী বলেন, ‘জঙ্গি কার্যকলাপ রুখতে বিধানসভা চত্বরে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে৷ সকলের জন্য বিশেষ নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে৷’

বিধানসভা চলাকালে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এনআইএকে দিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷সূত্র : ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

পূর্ববর্তী নিবন্ধভেনাসের ৮ বছরের অপেক্ষার অবসান
পরবর্তী নিবন্ধ৫০ ঘণ্টা বিদ্যুৎহীন শিবগঞ্জ, ভোগান্তিতে ১৪ হাজার গ্রাহক