পপুলার২৪নিউজ ডেস্ক:
রাজধানীর টিসিবি ভবনে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানি শুরু হয়েছে।
এতে পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিট ১৪.৭৮ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে পিডিবি। অন্যদিকে বিইআরসির সুপারিশ হচ্ছে ১১.৭৮ শতাংশ বাড়ানো হোক।
বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে ছয় বিতরণ কোম্পানির প্রস্তাবের ওপর চলছে এই গণশুনানি।
গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত ঘোষণা করবে বিইআরসি।
এর আগে সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ানো হয় ২০১৫ সালের ১ সেপ্টেম্বর।