স্পোর্টস ডেস্ক : শেন ওয়ার্নের অন্যলোকে চলে যাওয়ার শোক এখনও কাটেনি। ঠিক এই অবস্থায় মৃত ব্যক্তির তুলনা করতে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন সুনীল গাভাস্কার। বিতর্কিত মন্তব্য করায় ভারতীয় ব্যাটিং গ্রেট তাই স্বীকার করেছেন, শোকাবহ অবস্থায় কাজটা তিনি ঠিক করেননি। শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করতে বাধ্য হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
ইন্সটাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় গাভাস্কার বলেছেন, ‘পরে বুঝতে পেরেছি, ওই মুহূর্তে এমন প্রশ্ন করা ঠিক হয়নি, আমারও এর জবাব দেওয়া উচিত হয়নি। কারণ কারও তুলনা বা মূল্যায়নের মুহূর্তটা সেটা ছিল না।’
তার পর ওয়ার্নকে নিয়ে বলেছেন, ‘ওয়ার্ন সর্বকালের সেরাদের একজন। রিডনি মার্শও অন্যতম সেরা একজন উইকেটকিপার। তাদের আত্মার শান্তি কামনা করি।’
ওয়ার্নের মৃত্যু নিয়ে ইন্ডিয়া টুডের একটি টেলিভিশন শোতে কথা বলেছিলেন গাভাস্কার। ২৪ ঘণ্টার ব্যবধানে দুই অস্ট্রেলিয়ান গ্রেটের মৃত্যুতে তার প্রতিক্রিয়া ছিল এমন, ‘২৪ ঘণ্টার ব্যবধানে ক্রিকেট বিশ্ব দুই মহাতারকাকে হারিয়েছে। যারা শুধু অস্ট্রেলিয়ান ক্রিকেটেরই ছিলেন না, ছিলেন পুরো ক্রিকেট বিশ্বের। রডনি মার্শ, পরে শেন ওয়ার্ন… বিশ্বাসই হচ্ছে না। এমন খবর সহজে হজম করার মতো নয়।’
তার পর একই শোতে গাভাস্কার বলেছেন, ওয়ার্নকে সর্বকালের সেরা মনে করেন না তিনি, ‘আমার কাছে ভারতীয় স্পিনার আর মুরালিধরনই ওয়ার্নের চেয়ে সেরা। কারণ ভারতের বিপক্ষে ওয়ার্নের রেকর্ড দেখুন, খুবই সাধারণ মানের। ভারতীয়রা স্পিন খুব ভালো খেলে। তাই আমার মনে হয় না ওয়ার্ন সর্বকালের সেরা। ভারতের বিপক্ষে সাফল্যের বিচারে আমার কাছে মুরালিই সবার ওপরে থাকবে।’