পপুলার২৪নিউজ প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে কোনো যুদ্ধাপরাধী বা যুদ্ধের সময়ে বিতর্কিত ব্যক্তিকে যাতে আমন্ত্রণ না জানানো হয়, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সভাশেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, দেশের প্রশাসনকে জানিয়ে দিয়েছি- তারা যেন এসব মানুষের প্রতি নজর রাখেন। একই সঙ্গে তারা যেন এ ধরনের অনুষ্ঠানে এসে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়াতে পারে, সে ব্যাপারেও আমরা একমত হয়েছি।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে নিরাপত্তাব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভাশেষে আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।