বিচারপতি গৌর গোপাল সাহার মৃত্যু, প্রধান বিচারপতির শ্রদ্ধা

 পপুলার২৪নিউজ ডেস্ক :

সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি গৌর গোপাল সাহার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বিচারপতি গৌর গোপাল সাহার মরদেহ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে নেয়া হলে প্রধান বিচারপতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার সাইফুর রহমান জানান, রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টায় গৌর গোপাল সাহার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি জানান, প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদনের পর সাবেক এই বিচারকের কফিন প্রথমে রামকৃষ্ণ মিশন এবং সেখান থেকে দয়াগঞ্জ শিবমন্দিরে নেয়া হয়। দুপুরে ধর্মীয় বিধি অনুসারে পোস্তগোলা শ্মশানে তার শেষকৃত্য হয়।

১৯৩৮ সালের ২৬ ডিসেম্বর টাঙ্গাইলের কালিহাতী থানার আকুয়া গ্রামে জন্মগ্রহণ করেন গৌর গোপাল সাহা। ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে তিনি সুপ্রিমকোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০০৩ সালের ডিসেম্বরে অবসরে যান।

পরবর্তীতে তিনি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন। তিনি হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং একই সঙ্গে রামকৃষ্ণ মিশনের সভাপতির দায়িত্বপালন করেন।

এছাড়া নোয়াখালীতে গান্ধী আশ্রম ট্রাস্ট এবং বিভিন্ন ধর্মীয়, সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বিচারপতি গৌর গোপাল সাহা। তার একমাত্র ছেলে সুব্রত সাহা এবং স্ত্রী মাধুরী সাহা সুপ্রিমকোর্টের আইনজীবী। তিন মেয়ে অন্য পেশায় যুক্ত।

পূর্ববর্তী নিবন্ধসৌদিয়া পরিবহনে ১ কোটি ১৫ লাখ টাকার ইয়াবা
পরবর্তী নিবন্ধফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা