বিক্রম ভাটের শোয়ে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন ত্রিধা চৌধুরী। শো-এর নাম স্পটলাইট। ভাট প্রোডাকশনের সঙ্গে কাজ করতে পেরে এক্সসাইটেড ত্রিধা।
সম্প্রতি টেলিভিশন শো দহলিজে অভিনয় করছেন তিনি। তবে স্পটলাইটের গল্প একটু আলাদা। এক ছোটো শহরের মেয়ে বলিউডে আসে। বলিউডের বিখ্যাত নায়িকা হয়ে ওঠে সে। কিন্তু ভালোবাসা পায় না। এই নিয়েই স্পটলাইটের গল্প।
ত্রিধা জানিয়েছেন, আঞ্চলিক ছবি থেকে জাতীয় টেলিভিশন শোয়ে সুযোগ পান তিনি। এবার বিক্রম ভাটের সঙ্গে কাজ করতে চলেছেন। তাঁর কাছে এটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।
স্পটলাইটের গল্প লিখেছেন বিক্রম ভাট। গল্পে বলিউডের দু’দিক দেখানো হয়েছে। একটি গ্ল্যামারাস, যা দর্শক দেখতে পায়। অন্যটি ইন্ডাস্ট্রির ডার্ক সাইড। বিক্রম ভাট জানিয়েছেন, গল্পে এমন অনেক কিছু আছে, যেগুলি সম্পর্কে দর্শক জানে না।
শোটি পরিচালনা করছেন সুহেল তাতারি। ত্রিধা ছাড়াও এখানে অভিনয় করছেন আরিফ জ়াকারিয়া, সিড মাক্কার, কুণাল পণ্ডিত ও রাজেশ খেরা।