বিকল্পধারার দুই নেতা বহিষ্কার

বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ অাহাম্মেদ বাদল এবং কৃষিবিষয়ক সম্পাদক জানে অালম হাওলাদারকে দলবিরোধী কাযর্কলাপের জন্য তাদের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার সাবেক রাষ্ট্রপতির প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত ১৬ সেপ্টেম্বর দুইজনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়। বিকল্পধারার মহাসচিব মেজর অব অাবদুল মান্নান বিকল্পধারার গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৫ এর ৫:২ গ ধারা শৃঙ্খলামূলক ব্যবস্থা অনুযায়ী তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হয়। অাজ তাদের দুইজনকে চূড়ান্তভাবে দল থেকে বহিষ্কার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআগামী সপ্তাহে ব্রোকারেজ হাউজ মালিকদের হাতে আসছে চীনা অর্থ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের ভরণ-পোষণের আশ্বাস বিশ্বব্যাংকের: অর্থমন্ত্রী