বিকল্প অর্থনৈতিক জোট করছে তুরস্ক, কাতার ও ইরান

পপুলার২৪নিউজ ডেস্ক:
তুরস্ক, কাতার ও ইরান মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বিকল্প অর্থনৈতিক জোট গঠন করতে যাচ্ছে। সৌদি জোট কর্তৃক কাতারের উপর আরোপিত নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ইরানের ভূমি ব্যবহার করে তিন দেশের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য এ জোট করা হচ্ছে।

শনিবার ইরানে পুনঃনির্বাচিত প্রেসিডেন্ট হাসান রুহানির শপথ অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনা হবে বলে শুক্রবার আনাদলু এজেন্সিকে দেয়া এক স্বাক্ষাৎকারে জানিয়েছেন তুরস্কের অর্থমন্ত্রী নিহাত জেবেকি।

জেবেকি বলেন, ‘আমরা একটি বিকল্প বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থার জন্য আলোচনা করছি। এটার জন্য সহজ উপায় হচ্ছে ইরানের ভূমি ব্যবহার করা।’

জুন মাসের প্রথম দিকে সৌদি আরবের নেতৃত্বে চার দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। কাতার সন্ত্রাসে মদদ দিচ্ছে বলে তারা অভিযোগ করে। কিন্তু কাতার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করছে।

তুরস্কের অর্থমন্ত্রী বলেন, আমরা কাতারের সবধরণের প্রয়োজনীয়তা সহায়তা করতে চাই। কাতারের প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। ক্লিনিং, বাসা বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি পোশাকও সরবরাহ করা হবে।’

পূর্ববর্তী নিবন্ধচুরির অভিযোগে ইউপি সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
পরবর্তী নিবন্ধসাঁতারে রেকর্ড গড়ার পথে ৬৬ বছর বয়সী মুক্তিযোদ্ধা