চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিলন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মিলন শিবগঞ্জ উপজেলার তারাপুর মন্ডলপাড়া গ্রামের বেলাল আলী কালুর ছেলে।
মনাকষা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমানসহ স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে মাসুদপুর সীমান্ত দিয়ে মিলনসহ আরও কয়েকজন ভারত থেকে গরু আনতে যান। এ সময় ভারতের শোভাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মিলন মারা যান। পরে তার সহযোগীরা মিলনের মরদেহ বাংলাদেশ অংশে নিয়ে এসে চরতারাপুরের একটি বাঁশ বাগানে ফেলে রাখেন। বিএসএফের গুলিতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের।
তবে চাঁপাইনবাবঞ্জ-৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, মাসুদপুর সীমান্তে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। তবে সে কীভাবে গুলিবিদ্ধ হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে আরও খোঁজ নেয়া হচ্ছে।