আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণে বর্তমানে বিএনপির রাজনীতির ভাটা চলছে। তাদের জোয়ার কবে নাগাদ ফিরবে তা বিএনপির কেউ জানে না।
শুক্রবার (২০ জুলাই) শেখ হাসিনার গণসংবর্ধনা অনুষ্ঠানের সমাবেশস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, অাওয়ামী লীগের এক সময় রাজনীতির ভাটা ছিল। বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় ও তত্ত্বাবধায়ক সরকার থাকা কালে ক্ষমতাসীন দল অাওয়ামী লীগের ভাটা ছিল। তবে আওয়ামী লীগের রাজনীতিতে এখন জোয়ার বইছে। আর বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে ভাটা পড়েছে।
প্রধানমন্ত্রীর সংবর্ধনা বাংলাদেশের সর্বস্তরের উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা কে ঘিরে জনসভা জনসমুদ্রে পরিণত হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ চায় বিএনপিসহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন। বিএনপি নির্বাচনে না আসলে তাদের টেনে আনার দায়িত্ব আমাদের নয়। তিনি প্রশ্ন রেখে বলেন, বিএনপি কি চায় জাতীয়তাবাদী নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনের মধ্যে বিএনপির লোক আছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম , আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু ,অসীম কুমার উকিল প্রমুখ।