বিএনপির নারী প্রার্থীর জন্য ৭ দিনের মধ্যে চিঠি দেবে ইসি


নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করা বিএনপির ছয় প্রার্থীর মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকিরা শপথ গ্রহণ করেছেন।

এই পাঁচ প্রার্থী শপথ নেয়ায় একটি সংরক্ষিত আসনে নারী আসন পাবে বিএনপি। আগামী সাত দিনের মধ্যে বিএনপির নারী প্রার্থী কে হবেন, সেটার জন্য চিঠি দিতে পারে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (৫ মে) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা প্রাথমিক আলোচনা করেছি। যেহেতু তারা পাঁচটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছে, সেহেতু তারা একটি সংরক্ষিত নারী আসন পাবেন। আমরা তাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দেব।’

‘আমরা নতুন করে আর তফসিল দেব না। যেহেতু তফসিলের কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু তাদেরকে চিঠি দিয়ে দেব। তারা যদি কারও নাম পাঠায়, আমাদের রিটার্নিং কর্মকর্তা যিনি ছিলেন, উনি সব ঠিকঠাক পেলে আমরা তার নাম গেজেটভুক্ত করব।’ কবে নাগাদ চিঠি দেয়া হতে পারে জানতে চাইলে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘ওরকম কোনো সিদ্ধান্ত হয়নি, আশা করি, আগামী ৭ দিনের মধ্যে দিয়ে দেব।’

পূর্ববর্তী নিবন্ধশূন্য-ঘোষিত ফখরুলের আসনে ‘জুনের মধ্যে নির্বাচন
পরবর্তী নিবন্ধপ্রশিক্ষণ দেয়ার পর ডিজিটাল পদ্ধতি ব্যবহারে অনীহা প্রকল্প পরিচালকদের