আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির সময় আমরা আজিজ সাহেব নামে একজন প্রধান নির্বাচন কমিশনার দেখেছি। তিনি মাগুরা ও মিরপুরের নির্বাচন করেছিলেন। নির্বাচনের বাবার নাম ভুলিয়ে দিয়েছিলেন। এখন নির্বাচন কমিশন কীভাবে গঠন করতে হয় বিএনপির কাছ থেকে শিখতে হবে না। শুক্রবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবন্ধীদের জন্য মোবাইল থেরাপি ভ্যান কার্যক্রমের উদ্বোধন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আপনাদের (বিএনপি) কথায় নতুন সিইসি পদত্যাগ করবে না। এ নির্বাচন কমিশনই থাকবে। আপনারা (বিএনপি) মানেন আর না মানেন এই নির্বাচন কমিশনের অধীনেই দেশের পরবর্তী সব নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) বানানো হয়নি। সংবিধান ও আইনের মাধ্যমেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, মহামান্য রাষ্ট্রপতি সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই দেশের খ্যাতিমান লোকদের নিয়ে সার্চ কমিটি গঠন করেছিলেন। সেই সার্চ কমিটির দেওয়া ১০ জনের নাম থেকে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন। প্রতিবন্ধীদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা এখন আর অসহায় নন, তাদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। প্রতিবন্ধীদের অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের কান্না আমি বহন করবো। আপনাদের জন্য শেখ হাসিনা আছেন, আমিও আছি।
এর আগে মন্ত্রী প্রতিবন্ধীদের জন্য মোবাইল থেরাপি ভ্যান কার্যক্রমের উদ্বোধন এবং ৫০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।