নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি সরকার বঙ্গবন্ধু হত্যাকারীদের শুধু পুরস্কৃত করেনি, মাঝে মধ্যে নগদ অর্থও দিয়েছে— এমন তথ্যও আমাদের কাছে রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার (২৭ আগস্ট) সন্ধায় বঙ্গবন্ধু ললিতকলা একাডেমি আয়োজিত ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ বঙ্গবন্ধুকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। তিনি যে দূরদর্শী একজন মহান নেতা ছিলেন, যিনি সবার চাওয়াটাই মনে প্রাণে লালন করতেন এবং সবাই যেটা চায় তিনি সেটাই ভাবতে পারতেন।
মন্ত্রী বলেন, একমাত্র বঙ্গবন্ধুর কারণে মাত্র নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে স্বাধীনতা অর্জন করা সম্ভাব হয়েছে।
এসময় ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের চিহ্নিতের জোর দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ দেশের মানুষ বঙ্গবন্ধুকে হত্যা করবে আমরা ভাবতেই পারিনি। এখনো আমরা বিদেশে গেলে প্রশ্নের সম্মুখীন হই যে, তোমরা তোমাদের জাতির পিতাকে হত্যা করেছো?
বঙ্গবন্ধু হত্যার প্রধান কুশীলব জিয়াউর রহমান ও তার পরিবার উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা খুন তো করেছেই, এরপরে যেনো বিচার না হয় তার জন্য কুখ্যাত ইনডেমনিটি বিলের মাধ্যমে সেটার ব্যবস্থাও করেছিলেন।