পপুলার২৪নিউজ প্রতিবেদক:
পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গয়েশ্বর চন্দ্র রায়ের পিএস কে এম আমিনুল ইসলাম।
আটকের বিষয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুন রায় এবং সংগীত শিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করে পুলিশ। পরে বেবী নাজনীনকে ছেড়ে দেওয়া হয়। আর নিপুর রায়কে তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
নিপুন রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে।
মামলা সূত্রে জানা গেছে, জানা গেছে, বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা পল্টন থানায় তিনটি মামলা করা হয়। তিনটি মামলাতেই নিপুন রায়কে আসামি করা হয়েছে।
এর আগে পল্টন থানায় দায়ের করা তিনটি মামলা মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব বিভাগ) কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাতে পল্টন থানায় দায়ের করা তিনটি মামলা বৃহস্পতিবার ডিবিতে হস্তান্তর করা হয়।