বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় কারামুক্ত

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজনভ্যানে হামলা করে নেতাকর্মীদের ছিনিয়ে নেয়ার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গয়েশ্বর রায় কাশিমপুর কারাগার থেকে বের হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করতে যান।

এর আগে গত ৩০ জানুয়ারি রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গয়েশ্বরকে গ্রেফতার করা হয়েছিল।

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় রায়ের তারিখ ৮ ফেব্রুয়ারি নির্ধারণের পর দলের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। খালেদা জিয়ার সাজার রায় হলে সরকার পতনের আন্দোলনের হুমকিও দিয়েছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধতদন্ত শেষেই সবকিছু জানা যাবে: দুদক চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধফুটবলার হত্যা মামলা থেকে গাদ্দাফির ছেলে খালাস