বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারামুক্ত

 

পপুলার২৪নিউজ ডেস্ক :

২৬ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জামিনে কারামুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার বিকাল ৫টায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

খায়রুল কবির খোকনের স্ত্রী শিরীন সুলতানা  বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানী ঢাকাসহ বিস্ফোরক ও অগ্নিসংযোগের ১৬টি মামলায় স্থায়ী জামিন চেয়ে গত ৪ মে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির এই নেতা। আদালত সাতটি মামলায় জামিন মঞ্জুর করলেও বাকি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন। প্রসঙ্গত, ২০১৫ সালের শুরুর দিকে হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানায় মামলাগুলো দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচাকার পিন না খুলেই বাংলাদেশ বিমানের উড্ডয়ন
পরবর্তী নিবন্ধজন্মদিনে কী করবেন নিকোল কিডম্যান?