নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ২০১৪-১৫ সালে ঢাকাকে অবরুদ্ধ করে অগ্নিসন্ত্রাস করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপি আবারও সেই অগ্নিসন্ত্রাসে ফিরে যাচ্ছে কি না এমন প্রশ্ন রেখেছেন তিনি।
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন রাখেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ২০১৪-১৫ সালে দেখেছি অগ্নিসন্ত্রাসের জন্য প্রধানমন্ত্রী দগ্ধদের সেবা দিতে একটি হাসপাতাল করেন। এতো মানুষ অগ্নিদগ্ধ হয়েছিলেন যার কারণে এই হাসপাতাল করতে হয়েছিল। আজকের ঘটনা আমাদের সেই স্মৃতি স্মরণ করিয়ে দেয়। আবার কি তারা সেই প্রোগ্রাম নিচ্ছে কি না? আবারো কি ঢাকা অবরোধ করবে কি না, আবারও কি সেই অগ্নিসন্ত্রাসে ফিরে যাবে কি না। আবারো সেই মানুষকে জ্বালিয়ে-পুড়ে মারবে কি না, আবারও সেই প্রোগ্রাম তারা দিচ্ছে কি না।