গোপালগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি ব্যাংকেব নব-নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার বলেছেন, বিএডিসির সাথে যৌথ উদ্যোগে আলু বীজের ক্ষেত্রে কৃষকদের ঋণ দিয়ে থাকি। সেভাবে বিএডিসির সাথে সংযুক্ত থেকে ধানবীজসহ অন্যান্য ফসলের ক্ষেত্রেও ঋণ প্রদান করা হবে। কৃষি ব্যাংক নিজেরাই উদ্যোগী হয়ে এ ঋণ দেয়ার ব্যবস্থা করবে।
রবিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শুধু কৃষক নয় কৃষানীদের জন্য কৃষানী কার্ড করা হবে। যাতে কৃষানীরাও কোন ঝামেলা মুক্ত ঋণ নিতে পারেন।
এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় ফরিদপুর বিভাগের জিএম মোহাম্মদ খালেদুজ্জামান, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রশিদ মোল্লাসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।