নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ২০২৫-২০২৬ মেয়াদের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।
৩ মার্চ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পক্ষ থেকে জনাব সাঈদ আহমেদকে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় মোঃ কাজিম উদ্দিন নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন এবং ইন্স্যুরেন্স খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মোঃ কাজিম উদ্দিন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য। তিনি দেশের ইন্স্যুরেন্স খাতের বিকাশ ও আধুনিকায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
এ সময় নবনির্বাচিত প্রেসিডেন্ট সাঈদ আহমেদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইন্স্যুরেন্স খাতের টেকসই প্রবৃদ্ধির জন্য সম্মিলিতভাবে কাজ করা হবে।