আপিল বিভাগে রিভিউ আবেদন খারিজ হবার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাড়ি ছাড়বেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
মওদুদ আহমদ বলেছেন,আমি বাড়ি ছাড়বো না, বাড়ি ছাড়ার প্রশ্নই আসে না। কারণ বাড়ির মালিক সরকার নয়।’
রোববার রিভিউ খারিজ হবার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এসময় মওদুদ আহমদ বলেন, ‘বাড়ির মালিক অস্ট্রীয় নাগরিক ইনজে মারিয়া প্লাজ। তার সঙ্গেই বোঝাপড়া হবে। এটা আমার ও বাড়ির মালিকের বিষয়। সরকারের কোনো বিষয় নয়।’
মওদুদ আহমদ আরও বলেন, ‘বাড়ির মালিক যে সরকার, আদালত তা উল্লেখ করেনি এবং সরকারের পক্ষ থেকেও কোনো শর্ত দেওয়া হয়নি।’
এর আগে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের ২ নম্বর সেকশনের ১৫৯ নম্বর বাড়িটির মালিকানা বিষয়ে করা রিভিউ খারিজ করে দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ রিভিউ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
গত ৩১ মে শুনানি শেষে ৪ জুন রায়ের দিন নির্ধারণ করেন আপিল বিভাগ। গত বছর ২ আগস্ট মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের নামে ওই বাড়ির নামজারির নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজউকের আপিল গ্রহণ করেন আপিল বিভাগ।