পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা যুবলীগের দুই গ্রুপ একই স্থানে সমাবেশ আহ্বান করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা নির্বাহি অফিসার সাইফুল ইসলাম এ আদেশ জারি করেন।
বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
সূত্র জানায়, উপজেলা যুবলীগের বর্তমান আহ্বায়ক অলিউর রহমান অলি, মোশাহিদ আলী ও ইউসুফ আলীর নেতৃত্বাধিন কমিটি বর্তমান সরকারের ৩ বছরপূর্তি উপলক্ষে বুধবার বিকালে বাহুবল বাজারে আনন্দ মিছিল ও পথসভার ঘোষণা দেয়।
এ অবস্থায় মো. তারা মিয়ার নেতৃত্বাধিন গ্রুপ একই স্থানে একই সময়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করে। এতে উপজেলা সদরের রাজনৈতিক মাঠ হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠে। পাল্টাপাল্টি সমাবেশে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা নির্বাহি অফিসার সাইফুল ইসলাম বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাহুবল বাজারে সভা সমাবেশ নিষিদ্ধ করে এলাকায় মাইকিং করেন।
বাহুবল মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।