বাহুবলির প্রশংসা করে বিতর্কে রামগোপাল

পপুলার২৪নিউজ ডেস্ক:
বহুল প্রতীক্ষিত দক্ষিণী সিনেমা ‘বাহুবলি টু’ নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কে জড়ালেন বলিউডের পরিচালক রামগোপাল ভার্মা।

অ্যাকশন এবং থ্রিলার সিনেমা বানিয়ে সুনাম কুড়ানো এই পরিচালক সম্প্রতি বাহুবলির লাস্ট সিক্যুয়াল নিয়ে প্রশংসা করে এক টুইট করেন। আর তা নিয়েই বাধে যত বিপত্তি।

অভিযোগ উঠেছে, ওই টুইট বার্তায় তিনি অন্য পরিচালকদের ছোট করেছেন।

টুইট বার্তায় ভার্মা বলেন, ‘যখন হাতির মতো সিনেমা আসে তখন চিত্রপরিচালক কুকুররা ঘেউ ঘেউ করে। কিন্তু ডায়নোসরের মতো যখন ‘বাহুবলি টু’ সিনেমা আসে তখন কুকুর, বাঘ এবং সিংহরা লুকিয়ে পড়ে।’

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয়ে যায় আলোচনা-সমালোচনা।

শুক্রবার ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পেয়েছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত এই সিনেমাটি।

সিনেমাটিকে ঘিরে দর্শকের উন্মাদনার শেষ নেই। বাহুবলি-দ্য বিগিনিং সিনেমায়, কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছিলেন তার উত্তর জানতে কৌতূহলী দর্শক।

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন তারা। এ ছাড়া দর্শকের চাপ দেখে অতিরিক্ত শো প্রদর্শনের ব্যবস্থাও রেখেছেন সিনেমা হল কর্তৃপক্ষরা।

পূর্ববর্তী নিবন্ধবার্সা-রিয়ালের ভবিষ্যত প্রেসিডেন্ট পিকে-রামোস!
পরবর্তী নিবন্ধরবিবার ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী