বাস শ্রমিকদের অঘোষিত ধর্মঘটে ট্রেনে উপচেপড়া ভিড়

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বাস মালিক শ্রমিকদের অঘোষিত ধর্মঘটে ট্রেনের ওপর অতিরিক্ত চাপ পড়েছে। শনিবারও কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রতিটি ট্রেনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার এনসি দাশ জানান, বুধবার থেকে প্রতিটি ট্রেনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যে সব ট্রেন কমলাপুর স্টেশনে প্রবেশ করছে সেসব ট্রেনেও ভিড় দেখা গেছে। ঈদ উপলক্ষে যেমন ভিড় হয় ট্রেনগুলোতে ঠিক তেমনই দৃশ্য দেখা গেছে।

যাত্রীরা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বাস শ্রমিকরা এক ধরনের অঘোষিত ধর্মঘট ডেকেছে। রাস্তায় বাস দেখাই যাচ্ছে না। বাধ্য হয়েই তাদের ট্রেনে ঝুলে, ছাদে চড়ে গন্তব্যে রওনা হতে হচ্ছে। তারা আরও জানান, প্রচণ্ড ভিড় উপেক্ষা করে তাদের ট্রেনে চলতে হচ্ছে। এখন ট্রেনই তাদের একমাত্র ভরসা।

পূর্ববর্তী নিবন্ধ১৯৪ রানের লক্ষ্য, তবু বিপদে ভারত
পরবর্তী নিবন্ধযাত্রী সংকট, বাতিল হল আরও একটি হজ ফ্লাইট