মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যনীতি অবশেষে পাস হয়েছে।
বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভস বা প্রতিনিধি পরিষদে মাত্র তিন ভোটের ব্যবধানে বিলটি পাস হয়।
বিলের পক্ষে ২১৭টি এবং বিপক্ষে নিম্নকক্ষের ২১৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। খবর রয়টার্স ও বিবিসির।
তিনবারের প্রচেষ্টায় ট্রাম্প স্বাস্থ্যনীতি বিলটি পাস করাতে সমর্থ হলেন। চলতি বছরের শুরুতে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকে এটিকেই ট্রাম্পের সবচেয়ে বড় সংসদীয় সাফল্য বলে মনে করছেন বিশ্লেষককরা।
বিলটি পাসের পর হোয়াইট হাউসে রিপাবলিকানদের নিয়ে ছোটখাটো উৎসবই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানেই ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতি ‘ওবামাকেয়ার’কে মৃত ঘোষণা করেন।
নতুন বিলে ‘ওবামাকেয়ার’র বড় অংশকেই বাতিল করে দেয়া হয়েছে। বিপরীতে রিপাবলিকানদের প্রণীত স্বাস্থ্য বিমা পরিকল্পনা প্রতিস্থাপন করা হয়েছে। এখন এ বিলটি আইনে পরিণত করতে বিবেচনার জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। এর আগে কংগ্রেসে দু’বার ট্রাম্পের স্বাস্থ্য বিল প্রত্যাখ্যাত হয়। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্যরাই এই প্রস্তাব নিয়ে বিভক্ত ছিলেন।
গত ২০ মার্চ কংগ্রেসে রিপাবলিকান সদস্যরা নতুন স্বাস্থ্যনীতি উপস্থাপন করেন। তখন ‘আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট’ নামে ট্রাম্প প্রশাসনের এ স্বাস্থ্য বিলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব করা হয়। বিল পাসের পর ডেমোক্রেটরা বলেছেন, আমেরিকান হেলথ কেয়ার বিল পাস হওয়ায় লাখ লাখ মানুষের স্বাস্থ্যসেবায় অনিশ্চয়তা তৈরি হল। বিলটি পাসের পর সংসদ সদস্যরা ক্যাপিটাল হিলেই প্রতিবাদ জানান। চিৎকার করে তারা বলতে থাকেন, ‘এটি আপনার জন্য লজ্জাজনক’।
কিন্তু হোয়াইট হাউজে বিজয় উদযাপন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ভবনের লনে তাকে রিপাবলিকান দলের কংগ্রেস সদস্যরা সংবর্ধনা দেন।