বাবুবাজার ব্রিজ দিয়ে দূরপাল্লার যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার আশপাশের সাত জেলায় কঠোর লকডাউন চলছে। লকডাউনকে কেন্দ্র করে বাবুবাজার ব্রিজ দিয়ে দূরপাল্লার কোনো গাড়ি ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না।

ব্রিজের প্রবেশ মুখে পুলিশ শক্ত অবস্থান নিয়েছে। এ কারণে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় অনেকে পড়েছেন বিপাকে। ঢাকায় প্রবেশের সময় পরিবহন না পেয়ে অনেককে হেঁটে ব্রিজ পার হতে দেখা গেছে।

মঙ্গলবার (২২ জুন) সকালে ঢাকার অন্যতম ব্যস্ত প্রবেশ পথ বাবুবাজার ব্রিজ ও আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মাওয়া ঘাট দিয়ে শরীয়তপুর যাওয়ার জন্য ব্রিজের প্রবেশ মুখে এসেছেন রায়হান শেখ। তিনি বলেন, ‘সকালে বাসায় যাওয়ার জন্য ঢাকা থেকে বের হয়েছি। এখানে এসে দেখি দূরপাল্লার কোনো বাস নেই।’

কেরানীগঞ্জ থেকে গুলিস্থানে যাওয়ার জন্য রওয়ানা হন আলামিন। তিনি বলেন, ‘পরিবহন না পেয়ে আমি হেঁটে পার হচ্ছি।’

এর আগে সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার থেকে ৩০ জুন পর্যন্ত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে বিধিনিষেধ (লকডাউন) আরোপ করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধনিজের বিরুদ্ধে সব অভিযোগ ‘মিথ্যা’ বললেন এস কে সুর চৌধুরী
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ১০ লিটার চোলাই মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক