বাবার সঙ্গে একফ্রেমে অভিনয়ের ইচ্ছা আঁখির

পপুলার২৪নিউজ ডেস্ক:
21দীর্ঘ দুই দশক পর আবারও একসঙ্গে গান করলেন বিশিষ্ট সুরকার ও সঙ্গীতপরিচালক আলাউদ্দিন আলী ও সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। সম্প্রতি বিশিষ্ট এ সুরকারের সুরে শহীদুল্লাহ ফরায়েজীর কথায় একটি গানে কণ্ঠ দিয়েছেন আঁখি। আজ এ শিল্পীর জন্মদিন। গানটিকে জন্মদিনের উপহার হিসেবেই বরণ করে নিয়েছেন তিনি। আসছে বৈশাখে গানটি প্রকাশ পাবে বলে জানা গেছে।

২০ বছর আগে আলাউদ্দিন আলীর সুরে কণ্ঠশিল্পী আগুনের সঙ্গে ছটকু আহমেদ পরিচালিত ‘সত্যের মৃত্যু নেই’ ছবিতে একটি ডুয়েট গান গেয়েছিলেন আঁখি। গানটিকে উপহার হিসেবে ধরে নিয়েই পারিবারিকভাবে আজ তার জন্মদিন পালন করা হবে। বছরের শুরুতে হওয়ায় দিনটি বেশ ঘটা করেই প্রতি বছর পালন করেন তিনি; কিন্তু এবার শুধু পরিবারের সদস্যদের সঙ্গেই কাটাবেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইচ্ছে ছিল এবার কিছু প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে সেলিব্রেট করব; কিন্তু শেষ পর্যন্ত আর করা হচ্ছে না। নিজের মতো করে পরিবারের সঙ্গে উদ্যাপন করব।’

এসময় স্টেজ শো নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন আঁখি। পাশাপাশি আঁখি ১৯তম একক অ্যালবামের কাজও এগিয়ে নিচ্ছেন। গান করার পাশাপাশি অভিনয়ের প্রতিও ঝোঁক ছিল এ শিল্পীর।

ছোটবেলায় বরেণ্য চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন পরিচালিত ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভাত দে’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন চিত্রনায়ক আলমগীরের সুযোগ্য কন্যা আঁখি আলমগীর। ইচ্ছা ছিল বাবার সঙ্গে একফ্রেমে অভিনয় করবেন; কিন্তু ভাত দে ছবিতে তিনি নায়িকার ছোটবেলার চরিত্রে অভিনয় করেন। তাই বাবার সঙ্গে একফ্রেমে অভিনয় করার ইচ্ছা পূরণ হয়নি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কখনও যদি সুযোগ হয় তাহলে বাবার সঙ্গে এক ছবিতে একই ফ্রেমে অভিনয় করব। আশা করছি আমার এ ইচ্ছাটা কোনো একদিন পূরণ হবে।’

পূর্ববর্তী নিবন্ধবেনাপোল সীমান্তে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ
পরবর্তী নিবন্ধঅ্যাপ ব্যবহারে সুখ মিলবে