বাবা-মায়ের পাশে শায়িত হবেন কামরান

পপুলার২৪নিউজ ডেস্ক:

সিলেট নগরের মানিকপীর (র.) টিলায় মা-বাবার কবরের পাশে শায়িত হবেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।

তার বাবা বশির উদ্দিন আহমদ ও মা নুরুন্নেছা বেগম লালনকে হযরত মানিক পীর (র.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছিল। সেখানেই শায়িত হবেন কামরান। মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ব্যক্তিগত সহকারী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, সোমবার (১৫ জুন) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে বৈঠককালে তার পরিবারের সঙ্গে আলোচনা শেষে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, সকাল ৭টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে অ্যাম্বুলেন্সে কামরানের মরদেহ নিয়ে সিলেটের পথে রওনা হয়েছেন তার পরিবারের সদস্যরা। তার মরদেহ সিলেটে পৌঁছার পর জানাজা ও দাফনের সময় ঠিক করা হবে।

অবশ্য এরইমধ্যে দুপুর সোয়া ১২টার দিকে বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ সিলেটে পৌঁছেছে।

সরকারি নির্দেশনা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শক্রমে বদর উদ্দিন আহমদ কামরানকে দাফন করা হবে বলে জানান মিসবাহ উদ্দিন সিরাজ।

এর আগে রোববার (১৪ জুন) দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বদর উদ্দিন আহমদ কামরানের।

পূর্ববর্তী নিবন্ধনওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
পরবর্তী নিবন্ধজাতীয় সংসদে সম্পূরক বাজেট পাস