বাবা-মায়ের কবরের মাঝখানে চিরনিদ্রায় শায়িত হবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক। আগামীকাল রবিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের পশ্চিমপাড়াস্থ কল্লরপাড় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ছায়েদুল হকের চাচাতো ভাই আবদুল বাছির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ছায়েদুল হকের জন্য তার বাবা-মায়ের কবরের মাঝখানে কবর খোঁড়া হচ্ছে। রবিবার বাদ জোহর এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে কল্লরপাড় কবরস্থানে বাবা-মায়ের কবরের মাঝখানেই শায়িত হবেন তিনি।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন প্রবীণ রাজনীতিক এবং মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।