ছোটোবেলায় নাকি পড়াশোনায় মোটেই ভালো ছিলেন না রণবীর কাপুর। সেই কারণেই মা নীতু কাপুর মাঝে মধ্যেই বাবা ঋষি কাপুরের কাছে নালিশ করে দেওয়ার হুমকি দিতেন বলে জানিয়েছেন রণবীর নিজেই। সব থেকে বড় কথা পরিবারের মধ্যে নিজেকেই একমাত্র শিক্ষিত বলে দাবি করেছেন তিনি। অবাক লাগলেও এটাই সত্যি।
একটি অনুষ্ঠানে হাজির হয়ে রণবীর বলেন, আমার পরিবারের ইতিহাস একেবারেই ভালো না। আমার বাবা ক্লাস এইটে ফেল করে, কাকা ক্লাস নাইনে ও দাদু ক্লাস সিক্সে। আমিই আমার পরিবারের একমাত্র শিক্ষিত সদস্য। ক্লাস টেনে ৫৬ শতাংশ নম্বর পেয়েছিলাম। আর সেরা পাঁচটা বিষয় ৬০ শতাংশ নম্বর ছিল।
যেহেতু পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না সেই কারণেই নীতু কাপুর নাকি তাঁকে মাঝে মধ্যেই হুমকি দিতেন। বলেন, রেজাল্ট বেরোনোর দিন মা স্কুলে যেত। প্রতিবারই মায়ের কাছে ক্ষমা চেয়ে বলতাম, এবার থেকে আরও বেশি করে পড়াশোনা করব, ভাল নম্বর পাব। কোনও বিষয়তেই ফেল করব না।
আরও বলেন, আমার এই কথার উত্তরে মা রিপোর্ট কার্ডে একটা লাল দাগ দেখলেই বাবাকে বলে দেওয়ার হুমকি দিত। আর এই কথা শুনেই আমি কেঁদে ফেলতাম। কারণ বাবাকে খুব ভয় পেতাম আমি। এরপর রণবীর বলেন, ভাগ্যিস তখন টুইটার ছিল না। নয়ত বাবা টুইট করে আমার নম্বরের কথা সবাইকে জানিয়ে দিত।
স্কুলে পড়াশোনায় খুব একটা ভালো না হওয়ায় ফুটবল খেলায় মন দিয়েছিলেন তিনি। তবে স্কুলে তিনি যাই হোন না কেন এখন অভিনয় জগতে বেশ ভালোই খ্যাতি কুড়িয়েছেন রণবীর। আপকামিং ছবি জগ্গা জাসুসের প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন। তাছাড়া, সঞ্জয় দত্তের বায়োপিকের শুটিং নিয়েও ব্যস্ত তিনি।