পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বান্দরবানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে সদর থানার ওসিসহ পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(২৮ মার্চ) গভীর রাতে সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের ভাগ্যকুল বড়ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন-সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ, এসআই খালেকুর রহমান এবং এএসআই ইকবাল মাহমুদ।
আটক সন্ত্রাসীরা হলো-রাঙামাটির বরকলের নিহার বিন্দু চাকমার ছেলে রিটু চাকমা (৩৪), বান্দরবানের টংকাবতী ইউনিয়নের চাকমার পাড়ার সুভাষ চাকমার ছেলে শান্তি চাকমা (২৮) ও থানচি বলিপাড়া ইউনিয়নের বাশিরা চাকমার ছেলে অমল চাকমা (২৯)। আটকরা বান্দরবানে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের ভাগ্যকুল বড়ঝিরি এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে পুলিশ চারদিক থেকে ঘেরাও করলে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় ৩ শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়। আটকদের নিকট থেকে ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ১টি এলজি রাইফেল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।