পপুলার২৪নিউজ প্রতিবেদক:রাজধানীর বাড্ডা লিঙ্ক রোড এলাকায় বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস আরেকটি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে সড়কের মাঝখানের আইল্যান্ডের ওপরে উঠে যায়। তবে এতে বাসের যাত্রীদের কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রতিযোগিতায় লিপ্ত একটি বাসের চালককে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। বাস দুটিও জব্দ করা হয়েছে। বুধবার দুপুর সোয়া ১টায় এই দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশ আজাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আকাশ পরিবহনের। ভিক্টর পরিবহনের একটি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আকাশ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপরে উঠে যায়।
তিনি জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে অগ্নিদগ্ধ হয়ে অনেক যাত্রী হতাহত হতে পারত। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বাস দুটি।
পুলিশ ও দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীরা বলেন, রামপুরা ব্রিজ পার হওয়ার পর থেকে গাড়ি দুটি পাল্লা দিতে থাকে। যাত্রীরা ভয়ে বারবার ঠিকঠাকভাবে গাড়ি চালাতে চালককে অনুরোধ করলেও সে কারো কথা শোনেনি। একপর্যায়ে লিঙ্ক রোড এলাকায় এসে দুর্ঘটনা ঘটে।