বাজেট নিয়ে রাজপথে নামবেন সংস্কৃতিকর্মীরা

রাজু আনোয়ার: গত ১৩ জুন জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল । প্রস্তাবিত বাজেট নিয়ে এখন সংসদে চলছে নানান আলোচনা-সমালোচনা ।এদিকে সংস্কৃতিখ্যাতে আশানরূপ বাজেট না থাকায় চরম অসন্তোষ দেখা দিয়েছে সংস্কৃতিকর্মীদের মধ্যে ।সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা গেছে সংস্কৃতিকর্মীদের ক্ষুব্ধ স্ট্যাটাস। অপ্রতুল বাজেট বরাদ্দের প্রতিবাদে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন দেশব্যাপী আয়োজন করে প্রতিবাদ সমাবেশ। সংস্কৃতিকর্মীদের দীর্ঘদিনের চাওয়া বাজেটে প্রতিফলন না হওয়ায় তারা রাজপথেও নামতে পারেন বলে ঘোষণা দেন।
প্রতিবাদ সভায় সরকারের প্রতি জোটের পক্ষে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এই ১১ দফায় আছে উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি গঠন, স্থানীয় ক্লাবগুলোকে সাংস্কৃতিক সংগঠনে পরিণত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কৃতিচর্চাকে বার্ষিক পাঠ্যক্রমসূচির আওতায় আনা, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে প্রতি উপজেলায় ‘আর্ট গ্যালারি’ নির্মাণ, সৃজনশীল চলচ্চিত্র প্রদর্শনীর জন্য উপজেলা পর্যায়ে ডিজিটাল প্রেক্ষাগৃহ নির্মাণ, সার্বক্ষণিক সাংগঠনিক সংস্কৃতিচর্চায় নিয়োজিত সংস্কৃতিকর্মী ও শিল্পীদের মাসিক সম্মানী প্রদান ইত্যাদি।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির টিএসসির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি জানানো হয়। দাবি মানা না হলে সংস্কৃতিকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে নামবে জোট।
ঢাকার কেন্দ্রীয় প্রতিবাদ সভায় বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী, সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, সহসাধারণ সম্পাদক চন্দন রেজা প্রমুখ।
সংস্কৃতিকর্মীরা বলেন, সরকার চাইলে এখনো সংস্কৃতির বাজেট স্বপ্রণোদিত হয়ে সংশোধন করতে পারে। তাদের মতে, এই সরকারকে সংস্কৃতিবান্ধব সরকার বলা হয়, কিন্তু বাজেট ঘোষণায় সেই প্রতিফলন হয়নি। তাই অবিলম্বে সংস্কৃতির বাজেট ১ শতাংশ করার দাবি জানান তারা।
নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বলেন,যে দেশের মূল হচ্ছে সংস্কৃতি, সেই দেশের সংস্কৃতি খাতের বাজেট বরাদ্দে সংস্কৃতিকর্মীদের দাবি মানা হচ্ছে না। এটা জাতীয় সংস্কৃতির বিকাশের অন্তরায় হয় দাঁড়াবে।
নাট্যজন মামুনুর রশীদ বলেন, ভাষা আন্দোলন, ৬৯ এর গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন—সব জায়গায় অগ্রগামী ছিল সংস্কৃতিকর্মীরা। তাদের দাবি ও অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে।
এ বিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘চার বছর ধরে আমরা সংস্কৃতির বাজেট ১ শতাংশ করার দাবি করে আসছি। সংস্কৃতির ১ শতাংশ বাজেট কোন খাতে ব্যয় হবে, তা নিয়ে ১১ দফা দাবির মাধ্যমে জানিয়েছি। আমরা আশা করছি, সরকার চূড়ান্তভাবে সংস্কৃতির বাজেট এক শতাংশে উন্নীত করার মধ্য দিয়ে দেশব্যাপী সংস্কৃতির জাগরণ ঘটাবে। আর বরাদ্দ কমলে শিল্পের কর্মকাণ্ড এবং মানও কমবে। ’
নাট্যজন লিয়াকত আলী লাকী বলেন, ‘ভাষা আন্দোলন, ৬৯ এর গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন সকল রাজনৈতিক সংকটে দেশের সংস্কৃতিকর্মীদের ভূমিকা অবিস্মরণীয়। দেশের সংস্কৃতি খাতের বাজেট বরাদ্দে সংস্কৃতিকর্মীদের দাবি অগ্রায্য করা হচ্ছে। এটি জাতীয় সংস্কৃতির বিকাশের অন্তরায় হয় দাঁড়াবে। অথচ, অন্য খাতের মতো শিল্প–সংস্কৃতি নিয়েও সুদূরপ্রসারী পরিকল্পনা নেওয়া সরকারের জরুরী।’
প্রসঙ্গত, গত বছর এ মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট ছিল ৫১০ কোটি টাকা, সংশোধিত বাজেট ছিল ৬২৫ কোটি টাকা। এবার ৫৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

 

 

 

 

পূর্ববর্তী নিবন্ধমিস ইন্ডিয়ার মঞ্চে ক্যাটরিনা ঝলক (ভিডিও)
পরবর্তী নিবন্ধবুয়েট ছাত্রদলের ভিপি ছিলেন বালিশ মাসুদুল