মুহাম্মাদ আখতারুজ্জামান:
টানা দর বৃদ্ধির পর বাজার কারেকশন অনিবার্য হয়ে পড়েছিল। মুদ্রানীতি ঘোষণার দিনে শেয়াবাজার নিয়ে গভর্নরের বক্তব্যের প্রেক্ষিতে হয়তো একটু আগে হয়েছে। তবে বাজার সংশোধন হবে এটা শেয়ারবাজারের নেচার। গত দুই দিনের পতনের কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি শাকিল রিজভী এমন মন্তব্য করেন।
শাকিল রিজভী বলেন, বাজার কারেকশন নিয়ে ভয়ের কিছু নেই। তবে ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে হবে। যে সব কোম্পানির পোর্ট ফোলিও ভাল না সেসব কোম্পানির শেয়ার না কেনাই বুদ্ধিমানের কাজ। কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়ার কোন যৌক্তিকতা নেই তারপরও বাড়ছে। বাড়ার কিছু দিন পরই আবার পড়ে যাচ্ছে। ফলে অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজার সম্পর্কে যাদের ভালো জ্ঞান আছে কেবল তাদেরই এ মার্কেটে বিনিয়োগ করা উচিত। গুজবে কান দিয়ে কোন ভাবেই শেয়ারবাজারে বিনিয়োগ করা ঠিক হবে না।
তিনি বলেন, শেয়ারবাজারের সূচক হঠাৎ করে অধিক বেড়ে যাওয়া আবার হঠাৎ করে কমে যাওয়া এটা ভালো লক্ষণ নয়। বাজারের গভীরতা অনুযায়ি সূচক ও লেনদেন বাড়বে এমনটাই স্বাভাবিক। তবে বাড়ার ধরনটা ভালো হতে হবে। দীর্ঘ সময় নিয়ে বাজার ধীরে ধীরে বাড়তে থাকলে এ বাজারের প্রতি মানুষের বিশ্বাস তৈরী হবে। তখন বিনিয়োগকারীরা এ বাজারে বিনিয়োগ করতে আগ্রহী হবে।
তিনি আরও বলেন, বাজারে এমন কিছু কোম্পানি আছে যাদের পোর্টফলিও অনেক ভালো। এসব কোম্পানির শেয়ারের দামে তেমন হেরফের হয় না। এসব কোম্পানিতে বিনিয়োগ করলে ঝুঁকি কম থাকে। কেননা বাড়লেও বেশি বাড়ে না আবার কমলেও একবারে কমে যায় না। এ জন্য তিনি বিনিয়োগকারীদের বুঝে ভালো কোম্পানিতে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন।