পপুলার২৪নিউজ ডেস্ক:
কফির কাপের মতো কিডনি তৈরি করেছেন এক বাঙালি গবেষক। বছর দু’-তিনেকের মধ্যেই আমেরিকার বাজারে বাণিজ্যিকভাবে এসে যাবে ওই কৃত্রিম কিডনি। খবর আনন্দবাজারের।
আর এ কিডনির বদৌলতেই দু’টি কিডনি বাদ দিতে হলে নতুন কিডনির হাপিত্যেশ আর প্রতীক্ষা থেকে বেঁচে যাবেন রোগী ও তার প্রিয়জনেরা।
গত সাত বছর লাগাতার চেষ্টার পর এ কিডনি বানান সানফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বায়ো-ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর বাঙালি শুভ রায়।
ট্যাঙ্কার ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনার বার্ষিক অনুষ্ঠানে, গত শুক্রবার শুভ ও তার সহযোগী গবেষকদের ওই আবিষ্কারের কথা ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ বিশ্ব বাজারে এ কৃত্রিম কিডনি আসার পথে এখন অপেক্ষা কেবল শীর্ষ মার্কিন সংস্থা ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ)-এর অনুমোদন।
কৃত্রিম এ কিডনি সম্পর্কে গবেষক শুভ রায় বলেছেন, তলপেটে যেখানে শরীরের দু’পাশে আমাদের দু’টি কিডনি রয়েছে, সেখানেই যেকোনো এক দিকে ওই কফির কাপের মতো কৃত্রিম কিডনিকে বসিয়ে দেয়া যাবে। হার্ট থেকে আসা রক্তই চালাবে এ কিডনি। তবে সেই রক্তকে ফিল্টার করে নেবে ওই কৃত্রিম কিডনি। নজর রাখবে যাতে গুরুত্বপূর্ণ হরমোনগুলি শরীরে ঠিকভাবে তৈরি হয় আর সংশ্লিষ্ট গ্রন্থিগুলি (গ্ল্যান্ডস) থেকে সেই হরমোনগুলির ক্ষরণ হয় পর্যাপ্ত পরিমাণে।
শুধু তাই নয়, শরীরে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার কাজটাও করবে ওই কৃত্রিম কিডনি।