বাগেরহাটের মানবতাবিরোধী ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিলের নির্দেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের ১৪ আসামির বিরুদ্ধে আগামী ২৮ মার্চ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার এক আবেদনের শুনানিশেষে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।

এর আগে মামলার প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিলের জন্য ৩ মাসের সময় চেয়ে আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল আগামী ২৮ মার্চ পর্যন্ত মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। তদন্তের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ ও হত্যার মতো সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আসামিরা হলেন বাগেরহাটের খাঁন আশরাফ আলী (৬৫), খাঁন আকরাম হোসেন (৬০), সুলতান আলী খাঁন (৬৮), রুস্তম আলী মোল্লা (৭০), ইদ্রিস আলী মোল্লা (৬৪), মোকছেদ আলী দিদার (৮৩), শেখ মো. উকিল উদ্দিন (৬২), শেখ ইদ্রিস আলী (৬১), শেখ রফিকুল ইসলাম ওরফে বাবুল (৬৪), মনিরুজ্জামান হাওলাদার (৬৯), হাশেম আলী শেখ (৭৯), আজাহার আলী শিকদার (৬৪), মকবুল মোল্লা (৭৯) এবং আব্দুল আলী মোল্লা (৬৫)। এদের মধ্যে আকরাম হোসেন, ইদ্রিস আলী মোল্লা, শেখ মো. উকিল উদ্দিন এবং মকবুল মোল্লা গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। বাকিরা আসামিরা পলাতক।

পূর্ববর্তী নিবন্ধকামারুজ্জামানের সহধর্মিনীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
পরবর্তী নিবন্ধআঠারোর আগেই পরিবারের পুরুষদের মৃত্যু: রহস্য তদন্তে কমিটি