বাগেরহাটে মাহেন্দ্রা-ট্রাক সংঘর্ষে ৩ মাদরাসাছাত্র নিহত

জেলা প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাহেন্দ্রা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত ও চারজন আহত হয়েছেন।

শনিবার (০৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পরে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট কাটাখালী মুনস্টার জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং একজনকে ঢাকায় নেওয়া হয়েছে।

নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আব্দুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন। এদের মধ্যে আব্দুল্লাহ সদর উপজেলার রনজিতপুর এলাকার মো. হোসাইনের ছেলে। গফুরের বাড়ি রামপালের ঝনঝনিয়ায় আর সালাহউদ্দীনের বাড়ি সাতক্ষীরা জেলায়। তারা সবাই হাকিমপুর কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন।

হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ বলেন, শিক্ষার্থীরা খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহণ শেষে মাদ্রাসায় ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাহেন্দ্রার মুখোমুখি ধাক্কা লাগে।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানায় থাকায় রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে ডাম্পার ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় বিশ্বজুড়ে প্রাণহানি ৫৫ লাখ ছাড়াল
পরবর্তী নিবন্ধরিভিউ নিয়ে বেঁচে যাওয়া লাথাম ভোগাচ্ছেন বাংলাদেশকে