একটা সময়ে ভারত-পাকিস্তান মানেই স্নায়ু চাপ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের ম্যাচের পরতে পরতে উত্তেজনা বিরাজ করে। ভারত-পাকিস্তান ম্যাচে এখনও উত্তেজনা আছে। তবে আগের মতো নেই। উত্তেজনার সেই জায়গাটা অনেকটাই দখল করে নিয়েছে বাংলাদেশ। এখন ভারত-বাংলাদেশ ম্যাচেও উত্তেজনা বিরাজ করে। সেটা অকপটে স্বীকার করেছেন ভারতীয় তারকা ক্রিকেটার দিনেশ কার্তিক।
রোববার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।
নিদাহাস ট্রফির ফাইনালের ঠিক আগে দিনেশ কার্তিক স্বীকার করলেন বাংলাদেশ দলের বিপক্ষেও এখন জেতা কঠিন। অনেক চাপ থাকে।
কার্তিকের ভাষায়, ‘বাংলাদেশের বিপক্ষে যে কোনো ম্যাচই কঠিন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতে দেশে ফিরলে আমাদের বলা হবে ওহ তোমরা বাংলাদেশের বিপক্ষে জিতেছ। কিন্তু হেরে গেলে তখন বলা হবে-তোমরা বাংলাদেশের বিপক্ষে হেরেছ। কী করেছ তোমরা? আমি নিশ্চিত এবারও দেশে ফিরলে এমনই ঘটবে।’
দেশের ক্রিকেটপ্রেমী মানুষের এই চাপের কারণে বাংলাদেশের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ভাবছে না ভারত। এমনটি জানিয়ে ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান বলেন, ‘আমরা গত কিছু দিন যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি। ফাইনালেও আমাদের সেভাবে খেলার চিন্তা আছে। এখন পর্যন্ত টুর্নামেন্টে আমরা সফল। ফাইনালে জিতে সেই সফলতা ধরে রাখতে চাই আমরা। আমি নিশ্চিত বাংলাদেশ দলের বিপক্ষে খুব ভালো একটা ম্যাচ হবে।’