পপুলার২৪নিউজ ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ইনজুরির কারণে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিল্যান্ডার। বর্তমানে কাঁধের ইনজুরিতে থাকা এ তারকা নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন।
যেখানে তার ফিরতে অক্টোবরের মাঝামাঝি সময় লাগবে। আর দলে ফিরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বক্সিং ডেতে চার দিনের টেস্ট খেলতে পারেন তিনি।
প্রোটিয়াদের গত ইংল্যান্ড সফরে ওল্ড ট্রাফোডে চতুর্থ টেস্টে ইনজুরিতে পড়েন ফিল্যান্ডার। তবে পরবর্তীতে তিনি ঘরোয়া দল কেপ কোবরার প্রাক-মৌসুম দলে ছিলেন। তবে কোনো ম্যাচ খেলতে পারেননি। কিন্তু আশা করছেন ঘরোয়া লিগের পঞ্চম রাউন্ডে খেলবেন তিনি। ফিল্যান্ডার ছাড়া বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে দক্ষিণ আফ্রিকার পেস বোলিংয়ে থাকবেন মরনে মরকেল, কাগিসো রাবাদা, ডুয়ানে অলিভিয়েরা ও আন্দিলে পেহলুকওয়ে।
দলের আরেক পেসার ক্রিস মরিসও ইনজুরির কারণে ছিটকে গেছেন। তবে তিনি টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ফিরতে পারেন।
এর আগে পুরোপুরি সুস্থ হতে না পারায় এই সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করেন নেন তারকা পেসার ডেল স্টেইন। আজ পচেফস্ট্রুমে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে।