ওয়ানডের সেরা আট দল খেলবে চলতি বছরের জুনে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে, এটা পুরনো খবর। বাংলাদেশ সপ্তম স্থানে থাকায় এই টুর্নামেন্টে খেলা নিয়ে শঙ্কা আগেই কেটে গিয়েছিল। তবে নিউজিল্যান্ডে হোয়াইটওয়াশ হওয়ার পর আবার জেগে উঠেছিল পুরনো শঙ্কা। ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিল চিরশত্রু পাকিস্তান। কিন্তু সেই শঙ্কাও কেটে গেল।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের পেছনেই থাকছে পাকিস্তান। বৃহস্পতিবার শেষ হওয়া অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যকার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে র্যাংকিং ঘোষণা করে আইসিসি। সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। সিরিজে দুটি ম্যাচ জিতলেই র্যাংকিংয়ে বাংলাদেশকে হটিয়ে সপ্তম স্থানে ওঠার সম্ভাবনা ছিল পাকিস্তানের। কিন্তু পারল না পাকিস্তান। তাই বাংলাদেশের পেছনেই থাকতে হচ্ছে তাদের।
বর্তমানে ৯১ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। আর ৮৯ রেটিং নিয়ে অষ্টম স্থানেই থাকল পাকিস্তান। যথারীতি র্যাংকিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত। শঙ্কা না থাকলেও জুনের আগে ওয়ানডে ম্যাচ জিতে রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার তাগিদ আছে টাইগারদের মধ্যে।
আইসিসি ওয়ানডে র্যাংকিং :
র্যাংকিং | দল | রেটিং |
১ | অস্ট্রেলিয়া | ১২০ |
২ | দক্ষিণ আফ্রিকা | ১১৬ |
৩ | ভারত | ১১২ |
৪ | নিউজিল্যান্ড | ১১১ |
৫ | ইংল্যান্ড | ১০৭ |
৬ | শ্রীলংকা | ১০১ |
৭ | বাংলাদেশ | ৯১ |
৮ | পাকিস্তান | ৮৯ |
৯ | ওয়েস্ট ইন্ডিজ | ৮৬ |
১০ | আফগানিস্তান | ৫২ |
১১ | জিম্বাবুয়ে | ৪৮ |
১২ | আয়ারল্যান্ড | ৪২ |