বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি: আশরাফুল

পপুলার২৪নিউজ ডেস্ক:
ব্যাটে-বলে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সেরা পারফরমার মোহাম্মদ আশরাফুল ও আবদুর রাজ্জাক। ওদিকে কুমার সাঙ্গাকারা ও মুত্তিয়াহ মুরালিধরন টাইগারদের বিপক্ষে শ্রীলংকার সেরা পারফরমার।

সাঙ্গাকারার শাসন থেকে বেঁচে যাচ্ছে বাংলাদেশ। মুরালিধরনের উত্তরসূরিদের শাসন করার মতো ব্যাটসম্যান রয়েছে বাংলাদেশের। লংকানদের বিপক্ষে বাংলাদেশের সেরা পারফরমার আশরাফুলের ধারণা, ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ।

এখন পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে ৩৮ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মাত্র চারটিতে। শ্রীলংকা ৩৩ ম্যাচে জয় পেয়েছে। ফল হয়নি একটিতে। এ ফল দেখে বিচার করলে এই সিরিজেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা কম।

তবে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ এখন অনেক এগিয়ে। সাবেক অধিনায়ক আশরাফুল বলেন, ‘আশা করছি ওয়ানডে ও টি ২০ সিরিজ হারবে না বাংলাদেশ। ওয়ানডে সিরিজে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও বেশি।’

তিনি বলেন, ‘টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হারার পর বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। টেস্ট সিরিজের ভুলগুলো শুধরাতে পারলে ওয়ানডে সিরিজেও ভালো করবে বাংলাদেশ।’

লংকানদের বিপক্ষে ২৬ ম্যাচে চারটি হাফ সেঞ্চুরিতে সর্বোচ্চ ৫৭৩ রান মোহাম্মদ আশরাফুলের। তামিম ১৪ ম্যাচে ৪২০ এবং সাকিব ১৫ ম্যাচে ৪০৫ রান করেছেন।

আর লংকানদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি আবদুর রাজ্জাক ১৫ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট।

সাঙ্গাকারা বাংলাদেশের বিপক্ষে সব সময় দুর্দান্ত খেলেছেন। টাইগারদের বিপক্ষে তার পাঁচটি সেঞ্চুরি। ৩১ ম্যাচে ৪৮.২৪ গড়ে তার রান ১২০৬।

মুরালিধরনের ঘূর্ণিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা খাবি খেয়েছেন। ১৭ ম্যাচে এই স্পিনার নিয়েছেন ৩১ উইকেট।

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয় ২০১৩ সালে পাল্লেকেলেতে। শ্রীলংকার বিপক্ষে ১৬তম ম্যাচে ২০০৬ সালে প্রথম জয় পায় বাংলাদেশ। পরের ১৭ ম্যাচে আরও তিনটি জয় পেয়েছে টাইগাররা।

সর্বশেষ পাঁচ ম্যাচে লংকানদের বিপক্ষে জয় পাননি মাশরাফিরা। এখন পর্যন্ত দু’দলের ছয়টি সিরিজের মধ্যে পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ। ২০১৩ সালে সর্বশেষ সিরিজ ১-১-এ ড্র হয়েছিল। এবার বাংলাদেশ মাঠে নামবে জয়ের জন্যই।

পূর্ববর্তী নিবন্ধবায়ু দূষণে শীর্ষ নগরীর তালিকায় পঞ্চম ঢাকা
পরবর্তী নিবন্ধআতিয়া মহল থেকে নারী শিশুসহ ৫৫ জিম্মি বাসিন্দা উদ্ধার