স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতলেও পরপর চারটিতেই হেরেছে তারা। সেমি ফাইনালের স্বপ্নও তাই অনেকটাই ফিকে। মাত্র দুই পয়েন্ট নিয়ে ১০ দলের আসরে বাংলাদেশের অবস্থান এখন আটে। যদিও বাংলাদেশের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদ মনে করেন, ‘এখনও সব শেষ হয়ে যায়নি।’
আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। সেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে দলে ফিরছেন তাসকিন।
বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি এই গতিতারকা। তিন ম্যাচে নিয়েছেন মোটে দুই উইকেট। এরপর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোটের কারণে মাঠে দেখা যায়নি তাকে।
আগামীকালের ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন এই পেস তারকা। সেখানেই জানালেন বাংলাদেশের সম্ভাবনার কথা। বলেন, ‘এখনও সব শেষ হয়ে যায়নি। আমাদের হাতে চারটি ম্যাচ আছে। আমরা যদি চারটি ম্যাচ জিততে পারি, সম্ভাবনা থাকবে। যেহেতু রান রেটের একটা ব্যাপার আছে। তবে, আমরা এই মুহূর্তে ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। এখন পর্যন্ত আমরা দল হিসেবে ভালো করতে পারিনি। সামনের ম্যাচগুলোতে আমাদের অনেক উন্নতি করতে হবে। আমাদের ক্রিকেটারদের সেই সামর্থ্য আছে। পরবর্তী চার ম্যাচে ভালো কিছুই আশা করছি।’