বাংলাদেশে পারিবারিক কৃষির চর্চা, সংকট ও সম্ভাবনা” নিয়ে কর্মশালা

মুজিব উল্ল্যাহ তুষার :

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান কর্মকান্ড এবং জীবনী শক্তি। দেশের শতকরা ৭৫
ভাগ লোক গ্রামে বাস করে। বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশের এখনও শতকরা
প্রায় ৮৭ ভাগ গ্রামীন মানুষের আয়ের উৎস কৃষি। এ দেশের কৃষিধারা মূলত গ্রামীন
জনপদের পরিবার নির্ভর। কৃষি কেবলমাত্র এককভাবে মানুষের খাদ্য নিরাপত্তা নয়;
দেশের মানুষের আয় এবং কর্মসংস্থান নিশ্চিতকরণের পাশাপাশি প্রতিটি বাস্তু
সংস্থানের আপারাপার জীবিত প্রাণসত্তার বেঁচে থাকাকে সহায়তা করে। দেশের খাদ্য
চাহিদার একটি বিশাল অংশের যোগান মূলত-পারিবারিক কৃষি ক্ষেত্র থেকেই আসে।

এদেশের কৃষিধারা মূলত গ্রাম জনপদ পরিবার নির্ভর। আত্বীয় পরিজন, পাড়াপ্রতিবেশী
সকলে মিলেই আমাদের অঞ্চলে গড়ে উঠেছে পারিবারিক কৃষি। দেশ জুড়ে গ্রামীন
কৃষকবর্গের জীবনে এক প্রশ্নহীন পরিবর্তন ঘটে চলেছে। গ্রামীন জীবনের পারিবারিক
কৃষি ঐতহ্য নিদারুনভাবে বদলে যাচ্ছে। নীতি নির্ধারনী পর্যায়ে উদ্যোগ, বহুমুখী
স্তরের সমন্বয়, কার্যকরি নীতি ও আইন ও কর্মপরিকল্পণা গ্রহনের ভিতর দিয়ে
পারিবারিক কৃষির সংকট ও প্রতিবন্ধকতাগুলি দুর করা যেতে পারে। সর্বপরি দরকার
সচেতনতা ও উদ্যোগের। একশন এইড বাংলাদেশের সহায়তায়, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক
(খনি) এর সদস্য সংস্থা সংশপ্তকে ’র উদ্যোগে “বাংলাদেশে পারিবারিক কৃষির চর্চা,
সংকট ও সম্ভাবনা” শীর্ষক বিভাগীয় কর্মশালা ( ৩০ অক্টোবর) বুধবার বিকাল ৪ টায়
চট্টগ্রাম প্রেস ক্লাব ইন্জিনিয়ার  আব্দুল খালেক মিলায়তনে  অনুষ্ঠিত হয়। সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন     এম,এ সালাম, চেয়ারম্যান জেলা পরিষদ
চট্টগ্রাম।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আবিদা আজাদ, মহিলা কাউন্সিলর,
চট্টগ্রাম সিটি করপোশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কৃষিবিদ
দীপক কুমার দাশ,উপপরিচালক বিএডিসি, চট্টগ্রাম। ড. এ এস. এম হারুনুর রশিদ,
বৈজ্ঞানিক কর্মকর্তা। জাহান উদিন যুব উন্নয়ন কর্মকর্তা।

লিটন চৌধুরী,প্রধান নির্বাহী,সংশপ্তকের  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এছাড়াও
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন কৃষক প্রতিনিধি, জনপ্রতিনিধি,এনজিও
প্রতিনিধি,বিভিন্ন যুব সংগঠনের সদসবৃন্দ, নারী নেত্রী, সাংবাদিক ও সিভিল
সোসাইটির সদস্যরা। সভাটি সঞ্চালনা করেন জয়নাব বেগম চৌধুরী মিতু, প্রোগ্রাম
ম্যানেজার সংশপ্তক।

পূর্ববর্তী নিবন্ধ২৮ নভেম্বর থেকে চালু হবে ই-পাসপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিটিআরসির পাওনা মেটাতে ২ সপ্তাহ সময় পেল গ্রামীণফোন