বাংলাদেশে যেকোনো হামলার দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্র বলেছে, তারা বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় এবং যেকোনো হামলার জন্য যেন দায়ীদের জবাবদিহির আওতায় আনা হয়।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমরা স্পষ্ট করে বলেছি, ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন দেখতে চাই।

মিলার বলেন, যুক্তরাষ্ট্র দেখতে চায় যে বাংলাদেশের আইন অনুযায়ী যেকোনো হামলায় জড়িতদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ এবং বিশ্বের যেকোনো জায়গার ক্ষেত্রে তাদের অবস্থান একই রকম।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে গোপন বৈঠকের অভিযোগে ১৯ ইউপি সদস্য আটক
পরবর্তী নিবন্ধমধ্যরাতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু