পপুলার২৪নিউজ ডেস্ক:
গত বছর ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে নিয়ে আলোচনায় এসেছিল বিদেশীদের বাংলা শেখার বিষয়টি। হ্যাঁ, কাটার মাস্টারের সঙ্গে কথা বলার জন্য আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের বিদেশি ক্রিকেটাররা রীতিমতো বাংলা শিখেছে। এছাড়া গত বছর বাংলাদেশ সফরে আসা জিম্বাবুয়ে দল তাদের অফিসিয়াল ফ্যান পেইজ থেকে বাংলায় স্ট্যাটাস দিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো কাতালান জায়ান্ট বার্সেলোনা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেইজে বাংলাদেশকে উদ্দেশ্যে করে ছবি ও বাংলায় ক্যাপশন পোস্ট করেছে মেসি-নেইমার-সুয়ারেসের দল। আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির গোল উদযাপনের ছবি দিয়ে ক্যাপশনে বার্সেলোনা লিখেছে- “আজ কেমন বোধ করছ?” সাথে বাংলাদেশের পতাকার একটি ইমোটিকন যুক্ত করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময়) নিজেদের অফিসিয়াল পেইজে মেসির ছবি, বাংলাদেশের পতাকা ও বাংলা ক্যাপশন পোষ্ট করে ক্লাব বার্সেলোনা। মুর্হুতের মধ্যেই লাইক, কমেন্ট ও শেয়ার ১০ হাজারের বেশি হয়ে যায়। যা এখন লক্ষাধিক অতিক্রম করেছে। এমন দারুণ একটি পোস্টের জন্য বাংলাদেশি ভক্তদের লাইক-কমেন্টে ছেয়ে গেছে পোস্টটি। বেশিরভাগ ভক্তরা বাংলা ভাষা এবং বাংলাদেশের জাতীয় পতাকার ইমোটিকন ব্যবহারের জন্য বার্সাকে ধন্যবাদ দিচ্ছেন।