বাংলাদেশি কিশোর হাফেজের বিশ্বজয়

 

পপুলার২৪নিউজ ডেস্ক :
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগীতায় বিশ্বের ১০৩ দেশকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করেছেন বাংলাদেশের কিশোর হাফেজ মুহাম্মদ তারিকুল ইসলাম।

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় ১৩ বছর বয়সী বাংলাদেশি প্রতিযোগী তারিকুল এ সাফল্য অর্জন করেন। চলতি বছর রোজার প্রথম দিন থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।

মাত্র ১৫ বছর বয়সী এ হাফেজের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি। তিনি রাজধানীর যাত্রাবাড়ীর হাফেজ ক্বারী নেছার আহমদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার ছাত্র।

এ খবর নিশ্চিত করেছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ রহমতউল্লাহ। অনলাইনকে তিনি জানান, ২০১২ সালে সৌদি আরবে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে দুটি গ্রুপেই ১ম স্থান অধিকার করেছিলেন হাফেজ তানভির ও সাআদ।

বৃহস্পতিবার আল-কোরআন পুরস্কার সংস্থার প্রেসিডেন্ট ইব্রাহীম বু মুলহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স আহমদ বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের কাজ থেকে ২ লাখ ৫০ হাজার দিরহাম ( ৫,৪৯২,৫০০ টাকা) প্রাইজ মানি নেন মুহাম্মদ তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান, কনস্যুলেটের লেবার কাউন্সিলর এএসএম জাকির হোসেন, আমিরাতের সম্মানিত ব্যক্তিবর্গসহ বিভিন্ন দেশে থেকে আগত অতিথি বৃন্দ।

এতে অন্যান্য বিজয়ীয়া হলেন, যথাক্রমে হুজাইফ সিদ্দিকী (মার্কিন যুক্তরাষ্ট্র), মাদুর জোবে (গাম্বিয়া), আহমেদ বিন আব্দুল আজিজ ইব্রাহিম ওবাইদাহ (সৌদি আরব), রশিদ ইবনে আবদুল রহমান আলানি (তিউনিশিয়া), মোহনা আহমেদ (বাহরাইন), মোহাম্মদ হাদি আল-বশির (লিবিয়া), ওমর মাহমুদ সায়েদ আলী সৈয়দ আহমেদ রিফাই (কুয়েত), মোহামমু আবেকা (মৌরিতানিয়া), হাবিনানা মিকিনি (রওয়ানা) এবং মোহামেদ ইসমাইল মোহাম্মদ নাগিব তাহা (মিশর)।

পূর্ববর্তী নিবন্ধরিপোর্টে ভুয়া ছবি, বিদ্রূপে ভারত সরকার
পরবর্তী নিবন্ধহারের পর বাংলাদেশকে ‘নাতি’ বলে কটাক্ষ সেহওয়াগের