বাংলাদেশকে ১০০ টন খেজুর উপহার দিলো সৌদি আরব

নিউজ ডেস্ক

পবিত্র রমজান মাস সামনে রেখে বাংলাদেশকে ১০০ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার সৌদি দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে এ খেজুর উপহার দেওয়া হয়।

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছে এ খেজুর হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বলেন, সৌদির দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে বাংলাদেশকে ১০০ টন খেজুর উপহার দেওয়া হয়েছে। এ খেজুর উপহার দিতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পসহ প্রান্তিক মানুষের কাছে এ খেজুর পৌঁছে দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধব্যাপক ভাঙচুরের পর ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে আগুন