বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে তার চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৯ সালে। জানালেন, তখন তার দেশ যদি তাকে ডাকে, সানন্দে রাজি হবেন। তার আগে এই ক’টা বছর হাথুরু কিছু দিয়ে যেতে চান বাংলাদেশকে। পৌঁছে দিতে চান স্বর্ণশিখরে।
নব্বইয়ের দশকের মাঝামাঝিতে ক্রিকেটে শ্রীলংকার সূর্য ছিল মধ্যগগনে। ’৯৬-তে বিশ্বকাপ জয়ের পাশাপাশি তারা ডি সিলভা, মুরালিধরন ও সনথ জয়সুরিয়ার মতো তারকাদের জন্ম দিয়েছে। টেস্ট ক্রিকেটেও প্রতিষ্ঠিত করেছে নিজেদের।
হাথুরুর ছোঁয়ায় বাংলাদেশ সাম্প্রতিককালে পল্লবিত হয়েছে। গত বছর প্রথমবারের মতো টেস্ট ম্যাচে হারিয়েছে ইংল্যান্ডকে। ২০১৫ বিশ্বকাপ ও ২০১৬ এশিয়া কাপে তাদের খেলা মোহিত করেছে ক্রিকেটবিশ্বকে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রুফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে। ক্রমে সম্প্রসারিত হয়েছে টাইগারদের সামর্থ্য ও শক্তি।
শ্রীলংকার ‘দিভাইনা’ পত্রিকাকে হাথুরুসিংহে বলেছেন, ‘১৯৯৬-তে যে অবস্থানে ছিল শ্রীলংকা, ২০১৯-এ আমি বাংলাদেশকে সেখানে পৌঁছে দিতে চাই। এটাই আমার লক্ষ্য। তবে যা-ই ঘটুক না কেন, বাংলাদেশ দলের সঙ্গে আজীবন থাকব, এ কথা বলব না। পদত্যাগও করব না আমি। যা করতে চাই সেটা যদি আমাকে করতে দেয়া না হয়, তখনই আমি সরে দাঁড়াব। সেটাই হবে আমার বাংলাদেশ দল ছাড়ার একমাত্র কারণ। তবে বর্তমানে তেমন পরিস্থিতির উদ্ভব হয়নি।’
বিসিবির প্রতি তিনি কৃতজ্ঞ। যা চেয়েছেন তা-ই পেয়েছেন। নির্বাচক কমিটিতে ঠাঁই দেয়া হয়েছে তাকে। দলের উন্নতিতে ব্যাপক প্রভাব খাটাতে পারছেন। তার সুপ্ত বাসনা, ভবিষ্যতে শ্রীলংকা দলের সঙ্গে কাজ করবেন। এই আশা লালন করেন তিনি।
‘শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) যদি আমাকে চায়, আমি অবশ্যই সাড়া দেব। আজ আমি যে অবস্থানে আছি, তা শ্রীলংকায় ক্রিকেট খেলার বদৌলতে। সে সময় আমি যা শিখেছি, তা আমাকে প্রভূত সাহায্য করেছে। এরপর আমি অস্ট্রেলিয়ায় চলে যাই। সেখানেও শিখেছি। শ্রীলংকা যে কোনো সময় আমাকে ডাকলে আমি খুশি মনে ফিরে আসব। দেশের জন্য কিছু করতে পারলে সত্যিই খুশি হব’, একটানা বলে যান হাথুরু।
তার দৃষ্টিতে স্কুল ক্রিকেটে শ্রীলংকার পরিচালন-পদ্ধতি বাংলাদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু তার দেশের সিনিয়র ক্রিকেটের পরিকাঠামোয় তিনি সন্তুষ্ট নন। ‘শ্রীলংকায় যদি ২২ কিংবা ২৩টি প্রথম শ্রেণীর দল থাকে, সেটি মোটেও ভালো নয়। আমি মনে করি, এখানে ১২ কিংবা ১৪টি দল হলেই চলে। স্কুল ক্রিকেট এখানে ভালো হওয়ায় এখনও খেলোয়াড় বেরিয়ে আসছে’, বলেছেন তিনি।
হাথুরু যোগ করেন, ‘বাংলাদেশে চার দিনের ম্যাচের একটি টুর্নামেন্ট হয়। এ ছাড়া প্রায় আটটি দল নিয়ে একদিনের টুর্নামেন্টেরও আয়োজন করা হয়। এ জন্যই খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পারে। গত দুই বছরে আমি বাংলাদেশের ক্লাব ক্রিকেটে অনেক পরিবর্তন এনেছি।’ ক্রিকইনফো।